ওটিটি মানেই কেবল নির্দিষ্ট কোনো এক ঘরানার গল্প নয়। বরং বৈচিত্রপূর্ণ মানবিক গল্প বলার প্রয়াসে গত ৩ বছরে দীপ্ত প্লে তৈরি করেছে এমন সব অরিজিনাল ফিল্ম যা দর্শককে শুধু বিনোদন নয়, দিয়েছে সম্পর্কের গল্পগুলোর নতুন ভঙ্গি, জুগিয়েছে ভাবনার সূত্রও।
শুক্রবার (২৮ নভেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে ৩ বছর পূর্ণ করবে।
‘পরি‘ বা ‘নিকষ’ ওয়েব ফিল্মগুলোতে একদিকে যেমন আমরা দেখি নারী পাচারের স্বরূপ, তেমনই ‘সাহসিকা–২‘ ফিল্মটিতে উঠে এসেছে ঘরে থাকা নারীর এমন একটি বিষয়, যা নিয়ে কেউই কথা বলতে স্বস্তিবোধ করে না। একই সঙ্গে ‘শহরে অনেক রোদ‘ যখন নতুন সম্পর্কের মিষ্টি প্রেমের আল্পনা বুনে চলে তখনই ‘অগ্নিপুরুষ‘ চাক্ষুষ করায় আমাদের ফায়ার ফাইটারদের সাহসী জীবনের নানান আত্মত্যাগ। ‘আইকন ম্যান‘ থেকে ‘অপলাপ‘ মুখোমুখি করায় নতুন ধরনের গল্পের। ১০০ বছর আগের প্রেক্ষাপটে নির্মিত এই ওয়েব ফিল্মে ‘মায়া‘। ‘শুধু প্রেমে না, কিছু মানুষ বাঁচে দেশপ্রেমে!’- গল্প নিয়ে ‘ইউএনও স্যার’। ভৌতিক গল্প নিয়ে ওয়েব ফিল্ম ‘বিভাবরী‘, ক্রাইম থ্রিলার ওয়েব ফিল্ম ‘ক্রিমিনালস‘, তিনশ্রেনীর মানুষের গল্প নিয়ে ওয়েব ফিল্ম ‘ত্রিভুজ‘ এবং থ্রিলারধর্মী গল্প নিয়ে ওয়েব ফিল্ম ‘হাইড এন সিক’।
দীপ্ত প্লের তিন বছরের যাত্রায় দর্শকের প্রতিদিনের আনন্দ বিনোদনের সঙ্গী হয়ে আছে মেগা সিরিয়াল। বর্তমানে দেশের জনপ্রিয় সিরিয়ালের তালিকায় এগিেেয় থাকা ‘খুশবু’, ‘রূপনগর‘ এর মতো প্রতিদিনের ধারাবাহিকের নতুন পর্বের জন্য মুখিয়ে থাকেন দর্শকেরা। এছাড়া দেনা পাওনা, মান অভিমান ও মাশরাফি জুনিয়রের মতো দর্শকপ্রিয় দেশি ৩০টিরও বেশি ধারাবাহিকের সম্পূর্ণ পর্ব দর্শক যে–কোনো সময় উপভোগ করতে পারছেন দীপ্ত প্লেতে। আমাদের অভিজ্ঞ ইন–হাউজ টিমের মাধ্যমে ভাষান্তরিত বিশ্বনন্দিত ড্রামা সিরিজগুলো দেশের সকল দর্শকের মন জয় করেছে। দীপ্ত প্লে‘তে স্ট্রিমিং হওয়া ‘সূর্যকন্যা’, ‘ফাতমাগুল’, ‘তুমি আছো সবখানে‘, ‘জননী জন্মভূমি‘, ‘আমাদের গল্প‘ ও ‘বাহার’–এর প্রতিটি পর্ব দর্শককে কখনও হাসিয়েছে কখনও কাঁদিয়েছে; অন্যদিকে ‘সুলতান সুলেমান‘, ‘সুলতান সুলেমান কোসেম’, ‘গুড ডক্টর‘র সাথে দীপ্ত প্লেতে যুক্ত হতে চলেছে ‘রাজপ্রাসাদের লু জেন‘সহ আরও নতুন নতুন বিশ্বনন্দিত ড্রামা সিরিজ।
এছাড়াও দীপ্ত প্লেতে দেখা যাচ্ছে মেগাস্টার শাকিব খানের সুপারহিট সিনেমা ‘তাণ্ডব‘। একই সাথে দেশ–বিদেশের দর্শকনন্দিত নানা সিনেমায় ভরে আছে দীপ্ত প্লে‘র লাইব্রেরি।
এছাড়া পডকাস্ট শো ‘মাই স্টোরি‘, সপ্তাহে বিনোদনের সব এক্সক্লুসিভ আপডেট নিয়ে অনুষ্ঠান ‘বিনোদন এই সময়‘, গ্রাম বাংলার আঞ্চলিক রান্না নিয়ে অনুষ্ঠান ‘চুলার পাড়‘ সহ অন্যান্য বিনোদনমূলক অনুষ্ঠান যেকোন সময় দেখা যাচ্ছে দীপ্ত প্লেতে। একই সাথে নতুন নতুন কন্টেন্ট এবং নতুন আঙ্গিকের কন্টেন্ট আসছে দীপ্ত প্লেতে। এ ব্যাপারে দীপ্ত প্লে‘র প্রধান কর্মকর্তা (ডিজিটাল হেড) মো. আবু নাসিম বলেন, গত ৩ বছর ধরে দর্শক যেভাবে দীপ্ত প্লের সাথে সম্পৃক্ত হয়েছেন তা খুবই আনন্দের৷ এতদিন দর্শক দীপ্ত প্লেতে অরিজিনাল ফিল্ম, দেশি বিদেশি ড্রামা সিরিজ দেখেছেন, তবে খুব দ্রুতই দর্শক নতুন ধরনের কন্টেন্টও দেখতে পাবেন। অরিজিনাল ফিল্মের সাথে এবার দীপ্ত প্লে নিয়ে আসছে অরিজিনাল সিরিজ ও অরিজিনাল ভার্টিকাল সিরিজ। আমরা আশা করছি, নতুন ধরনের কন্টেন্টগুলো দর্শক গ্রহণ করবেন সাগ্রহে।
দীপ্ত প্লে‘র তিন বছর পূর্তি উপলক্ষ্যে দীপ্ত টিভিতে দুপুর ১টা ৩০ মিনিটে প্রচারিত হবে ওয়েব ফিল্ম পয়জন ২৮ নভেম্বর শুক্রবার, ওয়েব ফিল্ম নিকষ ২৯ নভেম্বর শনিবার এবং ওয়েব ফিল্ম ইউএনও স্যার ৩০ নভেম্বর রবিবার ।