উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে চেলসির কাছে ৩–০ গোলে হেরেছে বার্সেলােনা। লিগ পর্বের ম্যাচে মঙ্গলবার রাতে চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজে নেমেছিল বার্সা।
দুদলই সাম্প্রতিক সময়ে ছন্দে থাকায় আশা করা হচ্ছিল হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের। তবে, চেলসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি বার্সা। বিধ্বস্ত হয়েছে ৩–০ গোলের হারে। ৭ মিনিটে আত্মঘাতী গোলে চেলসিকে এগিয়ে দেন বার্সার ডিফেন্ডার জুলস কুন্দে। ৫৫ মিনিটে গোল কোরে এই ম্যাচে সব আলো নিজের দিকে টেনে নেন চেলসির ব্রাজিলিয়ান তরুণ এস্তেভাও।
৭৩ মিনিটে ম্যাচের তৃতীয় ও শেষ গোলটি আসে চেলসি স্ট্রাইকার লিয়াম দালেপের কাছ থেকে। অন্যদিকে, ম্যানচেস্টার সিটিকে তাদেরই মাঠে ২–০ গোলে উড়িয়ে দিয়েছে লেভারকুসেন।