ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি স্মৃতিস্তম্ভে অঙ্কিত জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ছবির মুখে ‘কালি’ মাখানো হয়েছে। কে বা কারা এমনটা করেছে তা জানা যায়নি।
সোমবার (২৩ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোরের মধ্যে কোনো এক সময় এ ঘটনা হয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।
স্থানীয়রা জানান, চিনাইর আঞ্জুমান আরা স্কুল অ্যান্ড কলেজের সামনে শহীদ মীর মুগ্ধ স্মৃতিস্তম্ভ রয়েছে। ৫ আগস্ট পর শেখ মুজিবুর রহমানে ছবি বিনষ্ট করা হলে ওই স্তম্ভে মীর মুগ্ধের ছবি অঙ্কন করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে কলেজ একজন শিক্ষক জানান, দুদিন আগে কলেজে একটি অনুষ্ঠান হয়। এ নিয়ে চিনাইরে একটি দলের দুপক্ষের মধ্যে বিরোধ দেখা হয়। অস্ত্রশস্ত্রের মহড়াও দেখা গেছে। এরই জের ধরে এ ঘটনা ঘটিয়ে কাউকে ফাঁসানোর চেষ্টা করা হতে পারে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, ‘ঘটনাটি পুলিশের জানা নেই। আমরা খোঁজ নিচ্ছি।’
এসএ