নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোকে রাজনীতিতে জড়িয়ে না পড়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে তিনি এই আহ্বান জানান।
সিইসি বলেন, ‘নির্বাচন কমিশনের (ইসি) এজেন্ডা একটাই জাতিকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেয়া। অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করতে চাই না। সামনে এগুতে চায় ইসি। সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন।‘
তিনি আরও বলেন, ‘পর্যবেক্ষক সংস্থাগুলোকে সহযোগী হিসেবে পেতে চায় ইসি। নির্বাচন কর্মকর্তারা কাজ করছেন, কিনা তা নিয়ে রিপোর্ট দিতে হবে পর্যবেক্ষক সংস্থাগুলোকে। তবে রিপোর্ট হতে হবে স্বচ্ছ।‘
পর্যবেক্ষকদের সতর্ক করে নাসির উদ্দিন বলেন, ‘পর্যবেক্ষক সংস্থার দায়িত্ব হবে ভোটের অনিয়ম তুলে ধরা, রাজনীতিতে জড়িয়ে পড়া না। পর্যবেক্ষকদের চোখ দুষ্টু হলে নির্বাচন সুষ্ঠু হবে না।‘