মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫
মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫

বিশ্ববাজারে ফের বাড়ছে স্বর্ণের দাম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ডিসেম্বরে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে—এই সম্ভাবনা জোরালো হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও উর্ধ্বমুখী হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের মূল্য উঠেছে প্রতি আউন্স ৪,১৪৭ দশমিক ৫১ ডলারে, যা এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। একইভাবে মার্কিন স্বর্ণের ফিউচার দামও বেড়ে দাঁড়িয়েছে ৪,১৪৪ দশমিক ৭০ ডলার।

বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে সুদের হার কমানোর প্রত্যাশা বিনিয়োগকারীদের স্বর্ণে আগ্রহ বাড়িয়েছে। ওয়ান্ডার সিনিয়র বিশ্লেষক কেলভিন ওং মনে করেন, গত দুই সপ্তাহে সুদসংক্রান্ত আশাবাদ স্বর্ণের বাজারকে স্পষ্ট পুনরুদ্ধারের দিকে নিয়ে গেছে। বিনিয়োগকারীরা এখন যে কোনো মার্কিন অর্থনৈতিক তথ্য ঘোষণাকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন।

এদিকে ফেড গভর্নর ক্রিস্টোফার ওয়ালার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের চাকরির বাজার দুর্বল থাকায় ডিসেম্বরে আরও একটি কোয়ার্টার–পয়েন্ট সুদের হার কমানো হতে পারে। তবে সরকারি অচলাবস্থার কারণে কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য বিলম্বে প্রকাশিত হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত সেসব তথ্যের ওপরই নির্ভর করবে।

সিএমই ফেডওয়াচ টুল বলছে, বিনিয়োগকারীদের মধ্যে এখন ফেডের সুদ কমানোর সম্ভাবনা ৮১ শতাংশ হিসেবে বিবেচিত হচ্ছে, যা গত সপ্তাহে ছিল মাত্র ৪০ শতাংশ। সাধারণত সুদের হার কমলে স্বর্ণে বিনিয়োগ আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ এতে বিকল্প বিনিয়োগের তুলনায় রিটার্ন বাড়ে।

অন্যদিকে ডলারের মান গত সপ্তাহে ছয় মাসের সর্বোচ্চের কাছাকাছি ছিল, যা স্বর্ণের দাম আরও বাড়ার পথ কিছুটা সীমিত করেছে। বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে সিলভারের দাম স্থির রয়েছে, আর প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দাম সামান্য বেড়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More