বাঁহাতি পেসার মার্কো জানসেনের বোলিং তোপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনই বিপদে পড়েছে স্বাগতিক ভারত।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৪৮৯ রানের জবাবে ২০১ রানে অলআউট হয় টিম ইন্ডিয়া। ফলে প্রথম ইনিংস থেকে ২৮৮ রানের লিড পায় প্রোটিয়ারা। সেই লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দিন শেষে বিনা উইকেটে ২৬ রান করেছে সফরকারী। ১০ উইকেট হাতে নিয়ে ৩১৪ রানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
গৌহাটিতে দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে বিনা উইকেটে ৯ রান করেছিল ভারত। উদ্বোধনী জুটিতে ৬৫ রান তুলে বিচ্ছিন্ন হন ভারতের দুই ওপেনার যশ্বসী জয়সওয়াল ও লোকেশ রাহুল। জুটিতে ২২ রান অবদান রেখে প্রথম ব্যাটার হিসেবে আউট হন রাহুল।
হাফ সেঞ্চুরির স্বাদ নিয়ে থামেন জয়সওয়াল। ৭টি চার ও ১টি ছক্কায় ৯৭ বলে ৫৮ রান করেন তিনি। তিন নম্বরে নেমে ১৫ রানের বেশি করতে পারেননি সাই সুদর্শন।
৯৬ রানে ৩ উইকেট পতনের পর জানসেনের তোপের মুখে পড়ে ভারতের মিডল অর্ডার। জানসেনর ৪ উইকেট শিকারে ১২২ রানে সাত ব্যাটারকে হারায় ভারত। ধ্রুব জুরেল শূন্য, ভারপ্রাপ্ত অধিনায়ক ঋসভ পান্ত ৭, রবীন্দ্র জাদেজা ৬ ও নিতিশ কুমার রেড্ডি ১০ রানে জানসেনের শিকার হন।
জানসেনের তোপ সামলে দলকে দ্রুত গুটিয়ে যাবার হাত থেকে রক্ষা করেন ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব। অষ্টম উইকেটে ২০৮ বল খেলে ৭২ রান যোগ করেন তারা।
দলীয় ১৯৪ রানে সুন্দরকে থামিয়ে দক্ষিণ আফ্রিকাকে ব্রেক–থ্রু এনে দেন স্পিনার সিমোন হার্মার। ২টি চার ও ১টি ছক্কায় ৪৮ রান করেন সুন্দর।
কুলদীপকে ১৯ ও জসপ্রিত বুমরাহকে ৫ রানে বিদায় করে ভারতকে ২০১ রানে গুটিয়ে দেন জানসেন। বল হাতে ৪৮ রানে ৬ উইকেট নেন তিনি। ভারতের বিপক্ষে টেস্টে এটি সেরা বোলিং জানসেনের। দক্ষিণ আফ্রিকার পঞ্চম পেসার হিসেবে ভারতের মাটিতে ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করলেন তিনি।
২৮৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৮ ওভার ব্যাট করে বিনা উইকেটে ২৬ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। রায়ান রিকেলটন ১৩ ও আইডেন মার্করাম ১২ রানে অপরাজিত আছেন।