ফেনীর পরশুরাম উপজেলার ভারত সীমান্তবর্তী গুথুমা এলাকা থেকে বাঁশের খাঁচায়বন্দী ৯০টি শালিক পাখি উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, পাখির খাঁচা নিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেন এক যুবক। দেখতে পেয়ে টহলরত বিজিবি সদস্যরা তাঁকে ধাওয়া দেন। খাঁচাবন্দী পাখিগুলো রেখেই ভারতে পালিয়ে যান ওই যুবক। পরে খাঁচার পাখিগুলো অবমুক্ত করে দেয় বিজিবি।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, গাদাগাদি ভিড়ে ক্লান্ত আর নিস্তেজ ক্লান্ত ভীত ছোট ছোট শালিক পাখির প্রাণগুলো নিঃশব্দেই সাহায্য চাইছিল। টহল দলের সদস্যরা এক মুহূর্ত দেরি করেননি। সাবধানে ঝুড়ি খুলে পাখিগুলোকে তুলে নেন; তারপর একে একে ছেড়ে দেন খোলা আকাশে। পাখিগুলোর সেই উড়ে যাওয়ার মুহূর্তটা যেন সীমান্তের বাতাসে নতুন প্রাণ ফিরিয়ে পাওয়া।
এটা কোনো বড় অভিযান ছিল না। ছিল শুধু হৃদয়ের টান আর দায়িত্ববোধের নিঃশব্দ প্রকাশ। সীমান্তের কঠোরতার ভেতরও বিজিবি বার বার প্রমাণ করে নিরাপত্তার পাশাপাশি মানবিকতাও সহানুভূতি তাদের দায়িত্বের অংশ।
কিছু ঘটনা এত ছোট হয় যে খবরও হয় না, তবু সেই মুহূর্তগুলোই দেখিয়ে দেয় সীমান্ত পাহারা শুধু নিরাপত্তার গল্প নয়, কখনো কখনো সেটা মুক্ত ডানা ফিরে পাওয়ার গল্পও।