বলিউড কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
সোমবার (২৪ নভেম্বর) সকালে ১ মাসেরও বেশি সময় ধরে বার্ধক্যজনিত সমস্যার সাথে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমান এই বর্ষীয়ান অভিনেতা।
ভারতীয় ম্যাগাজিন ফিল্মফেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
ফিল্মফেয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, বলিউডের হি–ম্যান খ্যাত অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। ৮৯ বছর বয়সে তিনি আজ সোমবার (২৪ নভেম্বর) মৃত্যুবরণ করছেন। তার মৃত্যুর মধ্য দিয়ে ভারতীয় সিনেমার ৬ দশকের একটি সোনালি অধ্যায় পরিসমাপ্তি হলো।
এদিন সকালে মুম্বাইয়ে ধর্মেন্দ্রর বাড়ি জুহুতে অ্যাম্বুলেন্স পৌঁছানোর ছবি সামনে আসতেই আবার জোরালো হয় মৃত্যুর খবর।
মুহূর্তের মধ্যে সেখানে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয় এবং বাড়ির ৫০ মিটারের মধ্যে ব্যারিকেড বসিয়ে সাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়। জুহুর বাড়ি থেকে অ্যাম্বুলেন্স বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই মুম্বাই পাওয়ান হংস শ্মশানে নিরাপত্তা জোরদার করা হয়।
এখনও পর্যন্ত দেওল পরিবার আনুষ্ঠানিকভাবে ধর্মেন্দ্রর মৃত্যুর খবর নিশ্চিত না করলেও, ইশা দিওল ও হেমা মালিনী‘কে শ্মশানে পৌঁছাতে দেখা গেছে। অভিনেতা আমির খানও সাদা পোশাকে গাড়িতে করে শ্মশানে পৌঁছান। এরপরই অমিতাভ বচ্চন এবং তার ছেলে অভিষেক বচ্চনও পৌঁছান শেষ শ্রদ্ধা জানাতে।
১৯৩৫ সালের ৮ ডিসেম্বর পাঞ্জাব রাজ্যের লুধিয়ানায় জন্মগ্রহণ করেন ধর্মেন্দ্র সিং দেওল। সিনেমার প্রতি গভীর টানই তাকে মুম্বাই নিয়ে আসে। ১৯৬০ সালে ‘দিল বিহ তেরা হাম বিহ তেরে’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি।
ব্যক্তি জীবনে ধর্মেন্দ্র দুটি বিয়ে করেছেন। একজন নন্দিত অভিনেত্রী হেমা মালিনি। সেই সংসারে আছে তার দুই মেয়ে এষা দেওল এবং অহনা দেওল। ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর। সেই সংসারে আছে দুই পুত্র সানি দেওল ও ববি দেওল এবং দুই মেয়ে বিজেতা দেওল ও অজিতা দেওল।
সর্বশেষ করণ জোহর পরিচালিত ‘রকি ওউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে নতুন করে জায়গা করে নেন ধর্মেন্দ্র।
এসএ