জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ ও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় ২১তম সাক্ষীর পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৭ নভেম্বর।
সোমবার (২৪ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২‘এর অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন ২ সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। অপর সদস্য হলেন– জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এদিন এ মামলায় তদন্ত কর্মকর্তার জবানবন্দি দেওয়ার কথা ছিল। তবে বিশেষ কারণে প্রসিকিউশন আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, মঈনুল করিম, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলের সামনে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ২১তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ উপস্থাপন করা হবে।
প্যানেল অন্য ২ সদস্য হলেন– অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এর আগে, রবিবার (২৩ নভেম্বর) এ মামলায় ২০ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য সাজু রায় নামে এক শিক্ষার্থী সাক্ষ্য দেন। ট্রাইব্যুনাল–২ এ সাজু‘র জবানবন্দি রেকর্ড করা হয়।
এসএ