প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৯১ সালের ঘূর্ণিঝড় আসার সময় যে ব্যবস্থা নিতে হবে, সে সময় বিএনপি সরকার কোনো ব্যবস্থা নেয়নি। বুধবার (২২ মার্চ) সকালে গণভবন থেকে চতুর্থ ধাপে গৃহহীন ও ভূমিহীনদের ৩৯ হাজার ৩৬৫টি ঘর হস্তান্তর অনুষ্ঠানে যুক্ত হয়ে স্বাগত বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওই সময় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঘুমিয়ে ছিলেন। তিনি ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানতেন না।
শেখ হাসিনা বলেন, ‘১৯৯১ সালের ঘূর্ণিঝড় আসার সময় যে ব্যবস্থা নিতে হবে, সে সময় বিএনপি সরকার কোনো ব্যবস্থা নেয়নি। যেহেতু আমাদের সংগঠন (আওয়ামী লীগ) সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, আমি প্রথমে ফোন পাই। আমাদের চট্টগ্রাম, বিশেষ করে দক্ষিণের উপকূলীয় অঞ্চল পুরোপুরি তছনছ হয়ে যায়। আওয়ামী লীগ প্রথম ছুটে গিয়েছিল মানুষের কাছে। লাখ লাখ মানুষ মারা যায়, আমরা নিজ চোখে দেখেছি।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিমান ও নৌবাহিনীর সব কিছু চট্টগ্রামে ধ্বংস হয়ে গিয়েছিল সেই ঘূর্ণিঝড়ে। রাস্তাঘাট বন্ধ ছিল। তারপরও আমরা ছুটে গিয়েছিলাম, মানুষের পাশে দাঁড়িয়েছি। সেসময় অনেক মানুষ উদ্বস্তু হয়ে কক্সবাজারে বস্তিতে থাকত। আমরা তাদের পুনর্বাসন করেছি।’
বর্তমান সরকার ছিন্নমূল ও ভাসমানসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে চলেছে জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের দেশে এক শ্রেণির মানুষ আছে যারা ভাসমান জীবনযাপন করে, বিশেষ করে রবগুনার রাঙ্গাবালী এলাকায় তাদের দেখা যায়। যারা মানতা শ্রেণি নামে পরিচিত। যারা শুধু মাছ ধরে জীবনযাপন করে; তাছাড়া হিজরা সম্প্রদায় আছে যাদের সাংবিধানিকভাবে স্বীকৃত দেয়া হয়েছে এবং বেদে শ্রেণি সবাইকে পুর্নবাসন করে দেয়া হচ্ছে।’
এফএম/দীপ্ত সংবাদ