মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালের তিন বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে আইন–শৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে প্রসিকিউশনের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনার সঙ্গে জড়িত চারজনকে শনাক্ত করা হয়েছে। এরমধ্যে ভোলা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, বেশ কয়েকটি ফেসবুক পেজও শনাক্ত করা হয়েছে।
জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা ৫টি অভিযোগের মধ্যে তিনটিতে মৃত্যুদণ্ড এবং দুটিতে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে।
এর আগে প্রসিকিউশন টিমের সদস্যরা সাংবাদিকদের জানান, রবিবার (১৬ নভেম্বর) রাত থেকে তাদের প্রত্যেককে হুমকি দেয়া হয়েছে এবং অকথ্য গালিগালাজ করা হয়।
তখন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছিলেন, অসংখ্য ফোন পেয়েছি। এক পর্যায়ে ফোন বন্ধ করে দিয়েছি। একই ভাষা, একই কথা– ‘নেত্রীর সাজা হলে, তোদের জীবন শেষ করে দেব‘।