ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন প্রত্যাশীদের আবেদন সংগ্রহের সময়সীমা শেষ হচ্ছে কাল (২০ নভেম্বর)।
বুধবার (১৯ নভেম্বর) এনসিপি যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন স্বক্ষরিত পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি মনোনয়ন ফর্ম বিক্রি করছে। মনোনয়ন ফর্ম সংগ্রহের সময়সীমা গত ১৫ নভেম্বর পর্যন্ত ছিলো। কিন্তু সারাদেশ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়ায় সেই সময়সীমা বৃদ্ধি করে ২০ নভেম্বর পর্যন্ত ধার্য করা হয়।
এতে আরও বলা হয়, এই শেষ প্রহরে অর্থাৎ আজ ১৯ নভেম্বর এবং কাল ২০ নভেম্বর জাতীয় নাগরিক পার্টির অনেক কেন্দ্রীয় নেতা উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফর্ম সংগ্রহ করবেন। আপনারা সকলে আমন্ত্রণিত।
উল্লেখ্য, সাধারণ প্রার্থীদের জন্য ফরমের সর্বনিম্ন দাম নির্ধারিত হয়েছে ১০ হাজার টাকা। তবে শ্রমিক, কৃষক, কুলি ও মজুরদের জন্য ফরমের দাম রাখা হয়েছে ২ হাজার টাকা।
এসএ