যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরেছেন জাতীয় ঐকমত্য কমিশন সাবেক সহ–সভাপতি ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে নিয়মিত ফ্লাইটে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তিনি বাংলাদেশ পৌঁছান।
বুধবার (১৯ নভেম্বর) সকালে আলী রীয়াজ গণমাধ্যমকে বলেন, ‘যুক্তরাষ্ট্র সফর সময় আমার বিশ্ববিদ্যালয় ছুটিসংক্রান্ত কিছু কাজ ছিল এবং ১৩ নভেম্বর টেক্সাস বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা দিয়েছি। সফরকালে ১৩ নভেম্বর আমাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়।’
উল্লেখ্য, ১৩ নভেম্বর অধ্যাপক আলী রীয়াজ‘কে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে নিযুক্ত করা হয়। তিনি যুক্তরাষ্ট্র ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।
প্রসঙ্গত, গত ২ নভেম্বর অধ্যাপক আলী রীয়াজ পেশাগত কাজে যুক্তরাষ্ট্র সফরে যান।
এসএ