প্রায় সাড়ে ১০ ঘণ্টা হেফাজতে রাখার পর দৈনিক ভোরের কাগজের অনলাইন প্রধান মিজানুর রহমান সোহেলকে বাসায় পৌঁছে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার পর তাকে বাসায় পৌঁছে দেয়া হয়।
সাংবাদিক সোহেল নিজেই বুধবার বেলা পৌনে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তার বাসায় ফেরার খবর নিশ্চিত করেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘বিনা অপরাধে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ডিবি হেফাজতে থাকার পর তারা আমাকে সসম্মানে মাত্র বাসায় পৌঁছে দিয়েছে।‘
এর আগে মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত মধ্যরাতে রাজধানীর বাড্ডার বাসা থেকে তাকে ডিবি পরিচয়ে তুলে নেয়া হয়েছিল।