টাঙ্গাইল–৩ (ঘাটাইল) আসনে সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা লুৎফর রহমান আজাদ‘কে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবিতে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করেছেন সমর্থকরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে ঘাটাইল উপজেলার হামিদপুর বাজার থেকে দেওলাবাড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বিএনপি থেকে এস এম ওবায়দুল হক নাসিরের মনোনয়ন বাতিল করে দলের চেয়ারপার্সন উপদেষ্টা ও সাবেক এমপি লুৎফর রহমান খান আজাদ‘কে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
বক্তারা “বয়কট বহিরাগত বয়কট” স্লোগান দিয়ে নিজেদের দাবির পক্ষে অবস্থান নেন।
এসময় উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, সাবেক পৌর বিএনপি সভাপতি মঞ্জুরল হক মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক আখম রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক পৌর বিএনপি ফারুক হোসেন ধলা, সাবেক ছাত্র নেতা শামিম মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
বিএনপি নেতা–কর্মী ছাড়াও বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
সুমন খান/এসএ