বেসরকারি প্রতিষ্ঠানের ডেলিভারি বয় থেকে এখন সফল ফ্রিল্যান্সার মানিকগঞ্জের আলমগীর ইসলাম। এরইমধ্যে ১১শ’ জনকে ফ্রিল্যান্সিংয়ের প্রশিক্ষণ দিয়েছেন তিনি। তাকে দেখে আগ্রহী হচ্ছেন অন্যরা।
ফাইভআর ও আপওয়ার্ক দুই ওয়েবসাইটের শীর্ষ ফ্রিল্যান্সারদের টপ রেটেড ফ্রিল্যান্সার আলমগীর ইসলাম।
মানিকগঞ্জের আলমগীর ইসলাম এক সময় ডেলিভারি বয় ছিলেন। সেসময় অদম্য ইচ্ছাশক্তি থাকায় অফিসের কম্পিউটার দেখে দেখে খুঁটিনাটি শিখেছেন। ২০১৫ সালে বন্ধুর পরামর্শে কম্পিউটার কোর্সে ভর্তি হয়ে ফ্রিল্যান্সিং শিখে নেন। ২০১৬ সালে ঢাকার ফকিরাপুলে নিজেই খোলেন ডিসকভার আইটি ইনস্টিটিউট। এসময় থেকেই ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন করেন।
২০১৯ সালে নিজ এলাকা সিংগাইরে ফ্রিল্যান্সার গড়ে তুলতে খোলেন আইটি প্রতিষ্ঠান। গত চার বছরে ৪৫টি ব্যাচে ১ হাজার ১০০ জনকে প্রশিক্ষণ দিয়েছেন আলমগীর।
বেকারদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন আলমগীর। বেকারত্ব দূর করতে ব্যাংক ঋণসহ এখাতের বিদ্যমান সমস্যা দূর করার দাবি তার।
ফ্রিল্যান্সারদের সব ধরণের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।
অনু/দীপ