রাজধানী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় অস্বাভাবিক এক মাইকিং শোনা যাচ্ছে। কোথাও কোনো মানুষ বা শিশু হারিয়ে গেলে যেভাবে প্রচার করা হয়, ঠিক তেমন।
সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে বলা হচ্ছিল, ‘একটি হারানো বিজ্ঞপ্তি… আমাদের হাসিনা খালা (শেখ হাসিনা) গত ৫ আগস্ট সপরিবারে হারিয়ে গেছেন। যদি কোনো সৎ–হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান, তবে তাকে হাইকোর্টের ফাঁসির মঞ্চে পৌঁছে দেবেন। একটি হারানো বিজ্ঞপ্তি। একটি হারানো বিজ্ঞপ্তি…
২০২৪ সালে জুলাই–আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ‘পলাতক’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘সহ ৩ আসামির বিরুদ্ধে রায় ঘোষণার দিন আজ। এ জন্য আদালত চত্বরে সকাল থেকেই বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ জড়ো হয়ে রায় জানার জন্য অপেক্ষা করছিলেন।
এই মামলার অন্য দুই আসামি হলেন– সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এর এজলাস থেকে রায় ঘোষণা কার্যক্রম সরাসরি সম্প্রচার করেছে বাংলাদেশ টেলিভিশন। এছাড়া ট্রাইব্যুনাল ফেসবুক পেজ থেকেও সরাসরি দেখানো হয়েছে।
একই সঙ্গে ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় বড় স্ক্রিনে রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।
উল্লেখ্য, এই মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন নিজ দোষ স্বীকার করে ‘অ্যাপ্রুভার’ বা রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন।
এসএ