সোমবার, নভেম্বর ১৭, ২০২৫
সোমবার, নভেম্বর ১৭, ২০২৫

‘ঝঞ্ঝা বিক্ষুদ্ধ নাবিকের মতো এগোচ্ছে ইসি’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে নানা প্রতিকূলতা সত্ত্বেও নির্বাচন কমিশন (ইসি) কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। প্রবাসীদের ভোটাধিকারসহ বেশ কিছু জটিল কাজে কমিশন হাত দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘নানা প্রতিকূলতা মোকাবেলা করে ঝঞ্ঝা বিক্ষুদ্ধ নাবিকের মতো আমরা এগিয়ে যাচ্ছি।

সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তৃতীয় দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হওয়া সংলাপে স্বাগত বক্তব্যে তিনি একথা বলেন।

ভবিষ্যতে যত চ্যালেঞ্জই আসুক না কেন, কমিশন তা মোকাবিলা করতে প্রস্তুত জানিয়ে নাসির উদ্দিন বলেন, ‘কমিশনের নিয়ত পরিষ্কার—সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিতে যত পদক্ষেপ নেওয়া দরকার, তার সবই ইসি নেবে।

তবে তিনি উদ্বেগের সঙ্গে জানান, রাজনৈতিক দল সহযোগিতা না করলে প্রশ্নবিদ্ধ নির্বাচনের শঙ্কা থেকে যায়।

সিইসি জোর দিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা একান্ত প্রয়োজন।

তিনি বলেন, ‘কোনো সমস্যা যাতে সৃষ্টি না হয়, তার জন্য নির্বাচনী আচরণবিধি আছে। এই আচরণবিধি সবার মতামত গ্রহণ করেই প্রণয়ন করা হয়েছে। রাজনৈতিক দলগুলোকে ডাকার মূল কারণ হলো আচরণবিধি পরিপালন যেন নিশ্চিত হয়।

তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলো তাদের নেতাকর্মীদের আচরণবিধি পালনের নির্দেশ দিলে কমিশনের অনেক কাজ সহজ হয়ে যাবে।

দেশের ভবিষ্যতের ওপর আলোকপাত করে সিইসি বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা এই দেশেই থাকবে। তাদের সুন্দর দেশ উপহার দিতে চাইলে সুন্দর নির্বাচনের বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে কমিশন একটি সুন্দর দেশ গড়তে চায়।

এর জন্য তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More