শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
শনিবার, নভেম্বর ১৫, ২০২৫

খতমে নবুওয়ত মহাসম্মেলনে জনতার ঢল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে শুরু হয়েছে ‘আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন’।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে এ সম্মেলন শুরু হয়। এতে বাংলাদেশসহ পাঁচটি দেশের শীর্ষ আলেমদের যোগ দেওয়ার কথা রয়েছে।

মহাসম্মেলনকে কেন্দ্র করে এদিন দেশের বিভিন্ন স্থানের আলেমওলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের ভোর থেকেই সম্মেলনস্থলে আসতে দেখা যায়।

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে এই মহাসম্মেলন হচ্ছে। বাংলাদেশ এই মহাসম্মেলনের তত্ত্বাবধান করছে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি। ধর্মীয় নেতাদের এই অনুষ্ঠানে বিএনপির অংশগ্রহণের কারণ হিসেবে একটি সূত্র জানিয়েছে, ভোটের সমীকরণ থেকেই বিএনপি সমাবেশে গেছে। বিএনপির মূল লক্ষ্য নির্বাচন। সবাইকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া। এবং এই কাজটিই বিগত ১৬ বছর ধরে প্রধান দাবি ছিল বিএনপির। সবমিলিয়ে এখনও জনগণের সরাসরি প্রতিনিধিত্ব নিশ্চিত হয়নি বলে সূ্ত্র জানায়।

সম্মেলনে যোগ দিয়েছেন সারা দেশ থেকে আসা মুসল্লিরা। এই সম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সড়কে শৃঙ্খলা রোধে রয়েছেন ‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’এর ভলান্টিয়ার দল।

অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন, পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান, পাকিস্তানের ইসলামি চিন্তাবিদ মাওলানা ইলিয়াস গুম্মান, পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, পাকিস্তানের ইউসুফ বিন্নুরি টাউন মাদ্রাসার নায়েবে মুহতামিম আহমাদ ইউসুফ বিন্নুরি।

ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী, ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত মুভমেন্ট, সৌদি আরবের নায়েবে আমির শায়খ আবদুর রউফ মাক্কি, মিসরের আলআজহার ইউনিভার্সিটির অধ্যাপক শায়খ মুসআব নাবিল ইবরাহিম।

দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের মধ্যে থাকছেন শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, মামুনুল হক, খলিল আহমাদ কুরাইশী, মাহমুদুল হাসান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক প্রমুখ। মহাসম্মেলনে সভাপতিত্ব করছেন মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব, মধুপুর)

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More