শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫

নির্বাচন করতে পারব, এটা কখনো ভাবিনি: লুৎফুজ্জামান বাবর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ১৭ বছর পর কারামুক্ত হয়ে আমি আবারও নির্বাচন করতে পারবএটা কখনও ভাবিনি।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে দলীয় মনোনয়ন পাওয়ার পর নিজ এলাকায় ফেরার পথে নেত্রকোণা সদরের চল্লিশা ইউনিয়ন নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দলীয় মনোনয়ন পাওয়ার পর ঢাকা থেকে লুৎফুজ্জামান বাবর এ প্রথম নিজ জেলা নেত্রকোণা প্রবেশ করেন।

তিনি বলেন, আল্লাহর কাছে এ সুযোগ পাওয়ার জন্য আমি শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমার দলের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার নেতা তারেক রহমানএর কাছেও আমাকে মনোনয়ন দেওয়ার জন্য শুকরিয়া জানাই, আবারও এই ভাটি বাংলার মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, মনোনয়ন পাওয়ার পর আজই প্রথম আমি আমার নিজ এলাকায় ফিরছি। এজন্য আমার নেত্রকোণাবাসীর কাছেও আমি শুকরিয়া আদায় করি। কারণ নেত্রকোণার মানুষ আমার জন্য অনেক দোয়া করেছে।

তিনি আরও বলেন, আমার নির্বাচনি এলাকা (নেত্রকোণা) মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরি। ভাটি বাংলার এই তিন থানার মানুষের ঋণ আমি কখনোই ভুলতে পারবো না। আমি আমার বাকি জীবন তাদের জন্য যতটুকু পারি করে যাবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

হাওর পাড়ের মানুষ আপনাকে মন্ত্রী হিসেবে দেখতে চায়এমন প্রশ্নের জবাবে বাবর বলেন, পূর্বে আল্লাহর ইচ্ছা আর আমার নেত্রী ও নেতার কারণেই আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলাম। ভবিষ্যতে কী হবে তাও মহান আল্লাহতায়ালা আর আমার নেত্রী ও নেতাই নির্ধারণ করবেন। এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই।

উল্লেখ্য, নেত্রকোনা জেলার ৫টি আসনের মধ্যে হাওর বিস্তৃত ৩ উপজেলা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরি নিয়ে নেত্রকোণা৪ আসন গঠিত।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More