শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫

আ.লীগের লোকদের গ্রেপ্তার বন্ধ করুন: কাদের সিদ্দিকী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অন্তবর্তীকালীন সরকারের প্রধানকে উদ্দেশ্যে করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, ‘বর্তমান সরকার বাহাদুরকে বলি, এই প্রত্যেক দিন লোক ধইরা নিয়ে যান, বন্ধ করেন। আজকে থেকেই বন্ধ করেন, অন্তত্যপক্ষে টাঙ্গাইলে ধরা বন্ধ করেন। গতকালের যে ১৩ তারিখ লকডাউন দিয়েছিল যার জন্যে সব জায়গাতেই কমবেশি দুই, চার, /১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতীহাটি নিজ গ্রামে জু’মা নামাজের পর এলাকাবাসীর সঙ্গে এক সৌজন্যে সভায় তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘এত সুখে থাইকেন না, ভালো হবে না। সে জন্যে বলছি অযথা আর কোনো লোককে লীগ বলে ধরবেন না। দেশের পুরাটাই তো আওয়ামী লীগ। মাওলানা ভাসানী আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ।

কাদের সিদ্দিকী আরও বলেন, শেখ হাসিনাকে আমি ধন্যবাদ দিব এই জন্যে আমার অন্তর থেকে ধন্যবাদ দিচ্ছি যে, শেখ হাসিনা সবার আগে অধ্যাপক ইউনূসকে চিনেছেন। আমরা তার অনেক পর তাকে চিনলাম। আমি তো বহু মানুষের পর চিনলাম। আমার কাছে মনে হতো অধ্যাপক ইউসূস অনেকটা ভালো মানুষ। আমি আজকে মসজিদের সামনে দাড়িয়ে বলি ইউনুস সাহেব আপনি বিদ্যান মানুষের, ভালো মানুষের, যোগ্য মানুষের পরিচয় দিতে পারেন নাই। শেখ হাসিনা বলতেন আপনি সুদখোর, আমি ভাবতাম সে অন্যায় বলেছে। আজকে বলছি শেখ হাসিনা ঠিক বলেছে।

এ সময় উপস্থিত ছিলেনসদ্য কারামুক্তি পাওয়া বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বড় ভাই সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকী প্রমুখ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More