শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫

ঢাকাসহ আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানীসহ আশপাশের জেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

এদিকে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহ আলীর বেড়িবাঁধ এলাকায় পার্কিং করা কিরণমালা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ব্যক্তি বাসে আগুন লাগিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা একজনকে ধরে ফেলে। অন্যজন পালিয়ে তুরাগ নদীতে ঝাঁপ দিলে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় বাসের আসন ও জানালার গ্লাস পুড়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ব্যক্তিকে হস্তান্তর করা হয়।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম বলেন, একটি বাসে আগুন দেয়ার ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। তাদের মধ্যে একজন পালাতে গিয়ে পানিতে লাফ দিয়ে মৃত্যু হয়।

গত সোমবার গভীর রাতে যাত্রাবাড়ীতে দুটি এবং উত্তরায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় পরিত্যক্ত একটি প্রাইভেট কারেও আগুন লাগে। একইদিন সকাল থেকে রাত পর্যন্ত আরও তিনটি বাসে অগ্নিসংযোগ হয়। সূত্রাপুরে ফায়ার সার্ভিসের গেটের সামনে মালঞ্চ পরিবহনের একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাজধানীর উত্তরার জসীম উদ্দীন রোড ও মৌচাক মার্কেট এলাকায় পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়, এতে পুলিশের একজন সার্জেন্ট আহত হন। রাতে ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) কার্যালয়ের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More