নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির মধ্যেও দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে আমদানি–রপ্তানি কার্যক্রম সচল রয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে ভারতীয় পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করছে, পণ্য লোড–আনলোড কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের ডিরেক্টর শামীম হোসেন। তিনি জানান, সকাল থেকে এ পর্যন্ত ২১২ ট্রাক পণ্য ভারত থেকে আমদানি হয়েছে এবং বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে ৭০ ট্রাক পণ্য।
বাণিজ্যিক স্বার্থ ও জাতীয় অর্থনীতির স্বার্থে বন্দর সচল রাখা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
এদিকে নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে বন্দর শ্রমিকরা বেনাপোল বাজারে বিক্ষোভ মিছিল করেন।
তারা বলেন, আমরা শ্রমিক। বন্দরের কার্যক্রম বন্ধ হলে আমাদের জীবন–জীবিকা বন্ধ হয়ে যাবে। তাই বন্দর সচল রাখার দাবিতে আমাদের এই বিক্ষোভ।
বেনাপোল বন্দরের আমদানি–রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি থাকলেও দু–দেশের আমদানি–রপ্তানি বাণিজ্য সচল রয়েছে। তাদের এ কর্মসূচিতে বেনাপোল বন্দরে আমদানি–রপ্তানি বাণিজ্যে কোনো প্রভাব পড়েনি।
৯২৫ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শহীদ আলী বলেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির মধ্যেও বেনাপোল স্থলবন্দরে সকল কার্যক্রম অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে। বন্দর শ্রমিকরা তাদের কাজ করছেন এবং বন্দর সচল রাখার দাবিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করেছেন।
আল মামুন