কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢিলেঢালা লকডাউন কর্মসূচির মধ্যেও ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ তৎপরতা ও বাড়তি নজরদারির কারণে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া কোথাও অপ্রিয় কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি।
পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের লকডাউন কর্মসূচি চলছে। কর্মসূচিকে কেন্দ্র করে শহরেরর বিভিন্ন এলাকার পাশাপাশি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারী রয়েছে। ফলে সকাল থেকে মহাসড়কসহ শহরের কোথাও অপ্রিতিকর ঘটনা ঘটেনি। তবে সকালের দিকে মহাসড়কে যানবাহনের পরিমাণ অন্যান্য দিনের চাইতে কিছুটা কম দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের পরিমাণ বাড়তে শুরু করেছে।
এদিকে আতংক সৃষ্টির লক্ষে গত রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় কিছু দুষ্কৃতকারী একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন ধরিয়ে দেয়। পরে যাত্রী ও চালক বাস থেকে নেমে যাওয়ায় কোনো ধরনের হতাহত হয়নি। পরে ফায়ার সার্ভিসের লোকজন খবর পেয়ে বাসের আগুন নিভিয়ে ফেলে।
এছাড়াও ভোর রাতে বাঐখোলা এলাকায় দূস্কৃতকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে পালিয়ে যায়। অন্য কোথাও তেমন কোনো অপ্রিয়কর ঘটনা ঘটেনি।