ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে এ বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে টিএসসিতে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন চলছিল। এ সময় পাশের সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের পরপরই শিক্ষার্থী ও সাধারণ মানুষ ঘটনাস্থলে জড়ো হন। তবে ককটেল নিক্ষেপকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন।
অল্প সময়ের মধ্যেই পুলিশ সদস্যরা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে তদন্ত চলমান থাকায় কেউ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করেননি।
এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ধোলাইপাড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, সাম্প্রতিক কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা বেড়েছে। এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজধানীবাসীর মধ্যে।