নতুন আইফোনের দাম আকাশছোঁয়া হওয়ায় অনেকেই এখনও সেটি কেনার সামর্থ্য রাখেন না। যদিও আইফোন ১৭ বাজারে আসায় পুরনো মডেলগুলোর দাম কিছুটা কমেছে, তবুও তা এখনো অনেকের নাগালের বাইরে। তবে চিন্তার কিছু নেই। কারণ বাজারে এমন কিছু অ্যান্ড্রয়েড ফোন আছে, যেগুলো পারফরম্যান্সে আইফোনকেও টেক্কা দেয়, আর দামেও তুলনামূলক সস্তা।
চলুন জেনে নেওয়া যাক এমন তিনটি স্মার্টফোন সম্পর্কে—
ওয়ানপ্লাস ১৩
ওয়ানপ্লাস ১৩ হলো ফ্ল্যাগশিপ মানের একটি শক্তিশালী স্মার্টফোন। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, ৬.৮২ ইঞ্চির কিউএইচডি+ ডিসপ্লে, ১২ বা ১৬ জিবি র্যাম এবং সর্বোচ্চ ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ অপশন। গেমিং, মাল্টিটাস্কিং কিংবা ফটোগ্রাফি, সব ক্ষেত্রেই ফোনটি দুর্দান্ত পারফর্ম করে। বাংলাদেশে এখনো অফিসিয়ালি না এলেও আনঅফিশিয়াল বাজারে এর দাম শুরু হতে পারে প্রায় ৮৮ হাজার টাকা থেকে।
গুগল পিক্সেল ১০
গুগল পিক্সেল ১০ সফটওয়্যার পারফরম্যান্স ও ক্যামেরার দিক থেকে সেরা হিসেবে বিবেচিত। এতে ব্যবহার করা হয়েছে গুগলের নিজস্ব টেন্সর জি৫ প্রসেসর, সঙ্গে ১২ জিবি র্যাম এবং ১২৮ বা ২৫৬ জিবি স্টোরেজ। স্টক অ্যান্ড্রয়েড ব্যবহারের কারণে এর ইউজার ইন্টারফেস একদমই পরিষ্কার ও মসৃণ। গুগলের নিয়মিত সফটওয়্যার আপডেট সুবিধা ছাড়াও এর এআই ক্যামেরা কম আলোতেও চমৎকার ছবি তুলতে সক্ষম। আনঅফিশিয়ালি বাংলাদেশে ফোনটির দাম শুরু হতে পারে প্রায় ৮৪ হাজার টাকা থেকে।
স্যামসাং গ্যালাক্সি এস২৫
স্যামসাং গ্যালাক্সি এস২৫ হলো একটি কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন, যেখানে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ১২ জিবি র্যাম এবং ১২৮ থেকে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ। ৬.২ ইঞ্চির ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ এবং উন্নত ক্যামেরা পারফরম্যান্সের কারণে এটি প্রিমিয়াম অভিজ্ঞতা দেয়। দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্টের কারণে ফোনটি দীর্ঘ সময় নিরাপদ ও আপডেটেড থাকবে। আনঅফিশিয়ালি এর দাম শুরু হতে পারে প্রায় ৭৫ হাজার টাকা থেকে।