ইসরায়েলি ফুটবল দলকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা (UEFA)-র কাছে চিঠি পাঠিয়েছে ‘অ্যাথলিটস ফর পিস’ নামের একটি সংগঠন। এতে বিশ্বের ৭০ জনেরও বেশি ক্রীড়াবিদ ও মানবাধিকার সংগঠন যুক্ত রয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) উয়েফা সভাপতি আলেকসান্দার চেফেরিনের কাছে পাঠানো ওই চিঠিতে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) থেকে সম্পর্ক ছিন্ন করার দাবি জানানো হয়েছে।
এই উদ্যোগে যোগ দিয়েছেন ফরাসি বিশ্বকাপজয়ী পল পগবা, মরক্কোর হাকিম জিয়েখ, ডাচ তারকা আনোয়ার এল ঘাজি ও স্পেনের আদামা ট্রাওরে। এছাড়া মানবাধিকার সংগঠন হিন্দ রাজাব ফাউন্ডেশন ও গাজা ট্রাইব্যুনালও চিঠিতে স্বাক্ষর করেছে।
চিঠিতে বলা হয়েছে, যে কোনো আন্তর্জাতিক মঞ্চে এমন একটি রাষ্ট্রের স্থান নেই, যারা গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ করছে। ইসরায়েলকে খেলাধুলা ও সংস্কৃতির মঞ্চে স্বাগত জানানো মানে অপরাধকে বৈধতা দেয়া।
চিঠিতে আরও বলা হয়, আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে দক্ষিণ আফ্রিকা, যুদ্ধপরবর্তী জার্মানি, যুগোস্লাভিয়া এবং সাম্প্রতিক সময়ে রাশিয়াকে ফুটবল থেকে বহিষ্কার করা হয়েছে। তাই ইসরায়েলকেও নিষিদ্ধ করা নৈতিক ও আইনি দৃষ্টিতে জরুরি বলে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে অভিযোগ করা হয়েছে, ইসরায়েল পশ্চিম তীরের অবৈধ বসতি থেকে ক্লাবগুলোকে তাদের পেশাদার লিগে খেলতে দিচ্ছে, যা ফিফার নীতিমালার স্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
এতে আরও সতর্ক করা হয়, ইউইএফএ যদি ইসরায়েলি দলগুলোকে অর্থায়ন ও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দিতে থাকে, তবে তারাও এই অপরাধে পরোক্ষভাবে দায়ী হতে পারে।
জাতিসংঘের তদন্তকারীরা ইতোমধ্যে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছেন। চলমান সংঘাতে এখন পর্যন্ত ৬৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪২১ জন ফুটবলারও রয়েছেন। ইসরায়েলি হামলায় গাজার ক্রীড়া অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে—স্টেডিয়াম, প্রশিক্ষণ কেন্দ্রসহ প্রায় সবই মাটির সঙ্গে মিশে গেছে।
সূত্র : আল জাজিরা