গাজীপুর–৬ আসন বহাল রাখার দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ। বুধবার (১২ নভেম্বর) সকালে এ বিক্ষোভের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর অবরোধকারীরা সাত দিনের আল্টিমেটাম দিয়ে সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গী কলেজগেট এলাকায় নির্বাচন কমিশনের ঘোষিত গাজীপুর–৬ আসনের গেজেট বাতিল করে হাইকোর্টের রায়ের প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধনের আয়োজন করেন। পরে মানববন্ধনটি বিক্ষোভে রূপ নেয়।
বিক্ষুব্ধরা টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখেন এবং ‘গাজীপুর–৬ আসন বহাল রাখতে হবে‘ বলে স্লোগান দেন। ভোটার সংখ্যার ভারসাম্য ও প্রশাসনিক বাস্তবতা বিবেচনায় আসনটি বহাল রাখার দাবি জানান তারা।
বিক্ষোভকারীদের অভিযোগ, গাজীপুর–৬ আসনটি বাতিল করে নতুনভাবে সীমানা পুনর্নির্ধারণ করা হলে স্থানীয় মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ হবে। তারা বলেন, ‘গাজীপুরের ভোটারদের সঙ্গে অন্যায্য করা হচ্ছে। হাইকোর্টের রায় প্রত্যাহার করতে হবে।‘