ফোন ও ওয়াইফাইয়ের দুই জায়গাতেই ‘৫জি’ ব্যবহার হয়ে থাকে। তবে অনেকেই ভুল করে ভাবেন, দুটোই একই প্রযুক্তি। বাস্তবে কিন্তু মোবাইলের ফাইভ–জি ও ওয়াইফাইয়ের ফাইভ–জি সম্পূর্ণ আলাদা।
ওয়াইফাইয়ের ফাইভ–জি আসলে ‘ফাইভ গিগাহার্টজ’ ব্যান্ড, অর্থাৎ এক ধরনের রেডিয়ো ফ্রিকোয়েন্সি। রাউটারের মাধ্যমে এই ব্যান্ডে ফোন, ল্যাপটপ বা কম্পিউটার ইন্টারনেটের সঙ্গে যুক্ত হয়। এতে ইন্টারনেটের গতি অনেক দ্রুত হলেও পরিসর সীমিত—রাউটারের কাছাকাছি এলাকাতেই সংযোগ পাওয়া যায়।
অন্যদিকে মোবাইলের ফাইভ–জি হলো পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক, যা সিম কার্ড ও টাওয়ারের মাধ্যমে কাজ করে। এর গতি তুলনামূলক কম হলেও কাভারেজ অনেক বিস্তৃত একটি শহর বা বড় এলাকা জুড়েই পাওয়া যায় এর সেবা।
বিশেষজ্ঞদের মতে, নামের মিল থাকলেও প্রযুক্তি, গতি ও পরিসরের দিক থেকে দুটি ফাইভ–জি একেবারেই ভিন্ন।