শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট দল। দলের তরুণ পেসার নাসিম শাহর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (১০ নভেম্বর) সকালে লোয়ার দির জেলায় নাসিমের পারিবারিক বাসার গেটে অজ্ঞাতনামা বন্দুকধারীরা গুলি ছুড়ে পালিয়ে যায়। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ আহত হননি। তবে ঘটনাটি পাকিস্তান দলের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
হামলার পরপরই পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। হামলার সময় নাসিমের পরিবারের কেউ বাসায় ছিলেন কি না, তা এখনো জানা যায়নি। দেশটির সংবাদমাধ্যম দৈনিক ডন জানিয়েছে, ঘটনার পর নাসিমের বাবা স্থানীয় এক পুলিশ কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন। ওই কর্মকর্তা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে বিচারের আশ্বাস দিয়েছেন।
এদিকে ক্রিকইনফো জানিয়েছে, এই হামলার ঘটনায় নাসিম শাহর খেলার সূচিতে কোনো পরিবর্তন আসেনি। তিনি দলের সঙ্গে আছেন এবং শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে অংশ নেবেন।
রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার (১১ নভেম্বর) থেকেই শুরু হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ শেষে পাকিস্তান শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ খেলবে।