ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় দাঁড়িয়ে থাকা ‘আলম এশিয়া পরিবহন‘ একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় চালক জুলহাস মিয়া (৩৫) মৃত্যু হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) রাত আনুমানিক সোয়া ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মো. জুলহাস মিয়া‘র বাড়ি ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান।
তিনি বলেন, ‘সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখোশ পরা ৩ জন ব্যক্তি মাত্র তিন সেকেন্ডের মধ্যে পার্কিং করা অবস্থায় থাকা বাসে আগুন দিয়ে চলে যায়। এতে বাসে থাকা চালক জুলহাস দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।’
ওসি আরও বলেন, ‘আমরা বিস্তারিত খোঁজ নিচ্ছি। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে।’
এসএ