সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির উদ্যোগে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ক্রিকেট একাডেমির শিক্ষক–শিক্ষার্থীরা বিনামূল্যে মাঠে বসে টেস্ট ম্যাচ উপভোগ করতে পারবে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগের দায়িত্বে থাকা বিসিবির পরিচালক রাহাত শামস। তিনি বলেন, শুধু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং একাডেমির খেলোয়াড়দের জন্য ফ্রি করা হয়েছে।
বিসিবি জানিয়েছে, প্রবেশের সময় প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। স্টেডিয়ামে প্রবেশের জন্য নির্ধারিত গেট নম্বর ২ এবং গ্যালারিতে প্রবেশের জন্য গেট ৫ থেকে ৯ পর্যন্ত ব্যবহার করা যাবে। দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থাও থাকবে। তবে নিরাপত্তার কারণে ব্যাগ, বাইরে থেকে আনা খাবার ও বোতল নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ থাকবে।
সাধারণ দর্শকদের জন্যও বিসিবি ঘোষণা করেছে সাশ্রয়ী মূল্যের টিকিট। টিকিট পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। গ্রিন হিল এরিয়া ও শহীদ তুরাব স্ট্যান্ড ৫০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ১০০ টাকা, ক্লাব হাউস ২৫০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০ টাকা।
বাংলাদেশ ও আয়ারল্যান্ড দল ইতোমধ্যে সিলেটে পৌঁছেছে। ৮ নভেম্বর থেকে অনুশীলন শুরু হয় এবং ৯ নভেম্বর সুরমাপাড়ের ঐতিহাসিক কিনব্রিজের সামনে টেস্ট ট্রফি উন্মোচন করা হয়।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র নিয়ে আমাদের বড় পরিকল্পনা আছে। গতবারের চেয়ে এই চক্রে বেশি ম্যাচ জিততে চাই। সাদা পোশাকে আমরা খুব কম খেলি। তাই আমার চাওয়া প্রতিটা ম্যাচ আলাদাভাবে চিন্তা করে খেলা।
দুই দলের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ঐ ম্যাচে একাদশে থাকলে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলবেন মুশফিকুর রহিম।
অধিনায়ক শান্ত বলেন, আমি খুবই এক্সাইটেড। আমি ব্যক্তিগতভাবে এই দুইটা টেস্ট ম্যাচ সেলিব্রেট করতে চাই, সবাই মিলে একসাথে উপভোগ করতে চাই। বিশেষ করে শততম ম্যাচটি যদি মুশফিক সুস্থভাবে খেলতে পারেন, তাহলে টেস্টের পাঁচ দিন আমরা সবাই মিলে উপভোগ করব।