অতিরিক্ত মদ্যপান শুধু লিভার নয়, মস্তিষ্কেরও মারাত্মক ক্ষতি করছে। সম্প্রতি এমনই এক গবেষণার তথ্য প্রকাশ পেয়েছে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, অতিরিক্ত অ্যালকোহল সেবনে মস্তিষ্কের রক্তনালি ছিঁড়ে গিয়ে ব্রেন ব্লিড বা রক্তক্ষরণ ঘটতে পারে, যা থেকে স্ট্রোকের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল ‘নিউরোলজি’ তে।
২০০৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত চলা এই সমীক্ষায় অংশ নেন প্রায় ১,৬০০ জন রোগী। দেখা যায়, তাদের মধ্যে অন্তত ৭০ শতাংশই দীর্ঘদিন ধরে অতিরিক্ত মদ্যপান করছিলেন। চিকিৎসকদের ভাষায়, তাদের মধ্যে বেশির ভাগের ক্ষেত্রেই ধরা পড়ে ‘ইনট্রাসেরিব্রাল হেমারেজ’ নামের রোগ—যেখানে মস্তিষ্কের রক্তনালি ও রক্তজালিকা ছিঁড়ে রক্তপাত শুরু হয়। দীর্ঘ সময় ধরে এমন রক্তক্ষরণ চলতে থাকলে তা প্রাণঘাতী ব্রেন স্ট্রোকে পরিণত হতে পারে।
গবেষণায় আরও বলা হয়েছে, দিনে চার পেগ বা তার বেশি মদ্যপান করলে রক্তচাপ হঠাৎ বেড়ে যায় এবং রক্তে প্লেটলেটের পরিমাণ কমে যায়। ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হলে তা বন্ধ করা কঠিন হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে এর ফলেই ‘সিভিয়ার ব্রেন হেমারেজ’ বা তীব্র মস্তিষ্কে রক্তক্ষরণ দেখা গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, মদ্যপানের কোনও নিরাপদ মাত্রা নেই। তবে নির্দেশিকায় বলা হয়েছে, পুরুষদের জন্য সপ্তাহে সর্বোচ্চ ২১ ইউনিট (প্রতি ইউনিট ২৫ মিলিলিটার) এবং নারীদের জন্য ১৪ ইউনিটের বেশি মদ্যপান ক্ষতিকারক। অন্তঃসত্ত্বা নারীদের জন্য মদ্যপান একেবারেই নিষিদ্ধ।
গবেষকেরা আরও সতর্ক করেছেন, নিয়মিত মদ্যপানে শুধু লিভার নয়, রক্তচাপ, ট্রাইগ্লিসারাইড, হৃদ্রোগ ও ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ে। রক্তে জমা বর্জ্য পদার্থ মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করে এবং রক্তনালির ক্ষতি ঘটায়। বিশেষজ্ঞদের মতে, শরীর দুর্বল বা হার্টের সমস্যা থাকলে সামান্য অ্যালকোহলও ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে।