বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে মরক্কোর বিপক্ষে আবারো মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। তবে সরাসরি কোন ম্যাচ নয়, প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে এ দুই দল। বিশ্বকাপের পর রবিবার (২৬ মার্চ) প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে তারা।
প্রীতি ম্যাচ সামনে রেখে মরক্কোর তানজিয়ের শহরে অনুশীলন করল ব্রাজিল। এ সময় প্রথমবারের মতো ব্রাজিল জাতীয় দলের সঙ্গে ছিলেন ভারপ্রাপ্ত কোচ র্যামন মেনেজেস।
ভারপ্রাপ্ত বলে ছোট করে দেখার উপায় নেই। মরক্কোয় পাঁচ দিনের ক্যাম্পে যিনি নেতৃত্ব দিচ্ছেন হলুদ শিবিরকে, সেই র্যামন মেনেজেস একজন বিজয়ীর নাম। সদ্যসমাপ্ত অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান কাপের চ্যাম্পিয়ন ব্রাজিল দলের কোচ ছিলেন তিনি। যার পুরস্কার হিসেবে পেয়েছেন এখন মূল দলের অন্তর্বর্তীকালীন দায়িত্ব।
প্রথম অ্যাসাইনমেন্টের আগে মেনেজেসের দুশ্চিন্তা বলতে নেইমারের না থাকা। ইনজুরির কারণে সুপারস্টারকে পাচ্ছে না ব্রাজিল। ইনজুরির কারণে নেই মার্কুইনহোস ও রিচার্লিসনও।
প্রতিপক্ষ হিসেবে মরক্কো কতটা ভয়ানক সেটার প্রমাণ পাওয়া গেছে কাতার বিশ্বকাপেই। তাই অনুশীলনে কোনো ছাড় নেই ব্রাজিল শিবিরে। তরুণ থেকে অভিজ্ঞ সবাইকেই যেতে হচ্ছে একই মানদণ্ডের ভেতর দিয়ে।
সাম্বার দেশ ব্রাজিলের যেকোনো আসরে শিরোপাটাই হয় শেষ কথা।
এমি/দীপ্ত