সোমবার, নভেম্বর ১০, ২০২৫
সোমবার, নভেম্বর ১০, ২০২৫

টেস্টের ২৫ বছরে বাংলাদেশের প্রাপ্তি-অপ্রাপ্তি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

টেস্ট ক্রিকেটে রজতজয়ন্তী পার করছে বাংলাদেশ। ২০০০ সালের ১০ নভেম্বর, ভারতের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট খেলেছিলো আমিনুল ইসলাম বুলবুলহাবিবুল বাশাররা। মর্যাদাপূর্ণ টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্ণ হয়েছে লালসবুজদের।

টেস্ট অভিষেকের ২৫ বছর পূর্ণ হলো বাংলাদেশের। ২০০০ সালের ১০ নভেম্বর ঢাকায় শুরু হওয়া টেস্টটিতে ভারতের কাছে ৯ উইকেটে হেরেছিল বাংলাদেশ। আমিনুল ইসলাম প্রথম ইনিংসে খেলেন ১৪৫ রানের ইনিংস। হাবিবুল বাশার সুমন করেছিলেন ৭১। প্রথম ইনিংসে ৪০০ করলেও দ্বিতীয় ইনিংসে ৯০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

টেস্টে প্রথম জয় বাংলাদেশ পেয়েছে ৩৫ তম ম্যাচে এসে। ২০০৫ সালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে জিম্বাবুয়েকে ২২৬ রানে হারিয়ে টেস্টে বাংলাদেশ প্রথম জেতে। পরে ঢাকায় দ্বিতীয় টেস্ট ড্র করে প্রথম সিরিজ জয়েরও স্বাদ পায় বাশারের নেতৃত্বাধীন দল।

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে সিরিজের দুইটি টেস্টই জেতে বাংলাদেশ। যার সৌজন্যে পায় দেশের বাইরে প্রথম টেস্ট ও সিরিজ জয়ের স্বাদ। ২০১৭ সালে কলম্বোয় বাংলাদেশ জিতেছিল তাদের শততম টেস্ট।

গত ২৫ বছরে ১৫৪ টেস্ট খেলেছে বাংলাদেশ। জিতেছে ২৩ টেস্ট, হেরেছে ১১২ ও ১৯ ম্যাচ ড্র হয়েছে। টেস্টে ১১২ হারের মধ্যে ৪৭ বারই বাংলাদেশ হেরেছে ইনিংস ব্যবধানে। শুধু তাই নয়, সদ্য টেস্ট মর্যাদা পাওয়া আফগানিস্তানের কাছেও বাংলাদেশ হেরেছে ক্রিকেটের রাজকীয় সংস্করণে।

২৫ বছরে এখন পর্যন্ত ১৪ অধিনায়কের অধীনে টেস্ট খেলেছে বাংলাদেশ। সবচেয়ে বেশি ৩৪ টেস্টে নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর রহিম। ক্রিকেটের রাজকীয় সংস্করণে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৯৮ ম্যাচ, সর্বোচ্চ ৬,৩২৮ রান, সবচেয়ে বেশি ৩ ডাবল সেঞ্চুরি সব রেকর্ড মুশফিকেরই। সেই মুশফিকই ১৯ নভেম্বর দেশের ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে যাচ্ছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More