রাজধানী মিরপুর অবস্থিত গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রবিবার (৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। সোমবার (১০ নভেম্বর) মিরপুর ডিসি মাকছুদের রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, ভোররাত পৌনে ৪টার দিকে মোটরসাইকেল করে এসে হেলমেট পরা দুই ব্যক্তি গ্রামীণ ব্যাংক সীমানা ঘেঁষে একটি ককটেল ছুড়ে মারেন। সেটি বিস্ফোরণের পরপর তারা দ্রুত পালিয়ে যায়।
মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
ওসি আরও বলেন, গ্রামীণ ব্যাংক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ফুটেজ দেখে ওই দুই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।
এসএ