মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) বিকালে উপজেলার মশুরি ভাজা বিলে এ দুর্ঘটনা ঘটে।
মেহেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার শামীম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলো— ফাতেমা (১৪), আফিয়া (১২), মিম (১৪) ও আলিয়া (১৩)।
স্থানীয়রা জানায়, দুপুরে ৪ শিশু একসঙ্গে বিলে শাপলা তুলতে নামে। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবার সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে সন্ধ্যার আগে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. তরিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে নিহতদের দাফনের জন্য মরদেহ প্রতি ১০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
এসএ