Private University Student Alliance Of Bangladesh – PUSAB-এর গৌরবময় আয়োজনে অনুষ্ঠিত ‘জুলাই পুনর্জাগরণ জাতীয় বিতর্ক উৎসব ২০২৫‘ শনিবার (৮ নভেম্বর) এক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো।
শুক্রবার (৭ নভেম্বর) শুরু হওয়া এই মেগা ইভেন্টটি যুক্তির ধার ও মুক্তচিন্তার চর্চায় চট্টগ্রামসহ দেশের শিক্ষাঙ্গনকে প্রাণবন্ত করে তুলেছিল।
উৎসবের মূল আকর্ষণ ও কার্যক্রম
আজ দুপুর ১টা থেকে শুরু হওয়া ডিবেটগুলো ছিল তর্ক–যুদ্ধের চূড়ান্ত মুহূর্ত। এতে আন্তঃ স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়—এই তিনটি গুরুত্বপূর্ণ পর্যায়ের বিতার্কিকরা তাদের যুক্তির শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য মঞ্চে নামেন। বিতার্কিকদের অসাধারণ যুক্তি, তথ্যভিত্তিক আলোচনা এবং সাবলীল উপস্থাপনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে তোলে।
চূড়ান্ত ফলাফল ও বিজয়ী দলসমূহ
উৎসব শেষে তিনটি পর্যায়ে শ্রেষ্ঠ বিতার্কিক ও চ্যাম্পিয়ন দলগুলোকে পুরস্কৃত করা হয়।
স্কুল পর্যায়:
চ্যাম্পিয়ন: বাংলাদেশ মহিলা সমিতি ডিবেটিং সোসাইটি।
রানার্স আপ: আগ্রাবাদ বালিকা বিদ্যালয় ডিবেটিং সোসাইটি।
ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক: আফরা আনান সারা (সরকার দলের মন্ত্রী)।
টূর্নামেন্টের শ্রেষ্ঠ বিতার্কিক: তানজিম রহমান।
কলেজ পর্যায়:
চ্যাম্পিয়ন: বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ ডিবেটিং সোসাইটি।
রানার্স আপ: চট্টগ্রাম কলেজ ডিবেটিং সোসাইটি।
ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক: সানজিদা মারিয়াম অবন্তি (সরকার দলের সংসদ)।
টূর্নামেন্টের শ্রেষ্ঠ বিতার্কিক: ১. সাবিহা তাবাসসুম (চট্টগ্রাম কলেজ) এবং ২. আতেফ শাহরিয়ার (চট্টগ্রাম বন্দর কলেজ)।
বিশ্ববিদ্যালয় পর্যায়:
চ্যাম্পিয়ন: বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল ডিবেটিং ক্লাব।
রানার্স আপ: জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং অরগানাইজেশান।
ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক: সাদ আল আশরাফি (সরকার দলীয় সংসদ)।
টূর্নামেন্ট শ্রেষ্ঠ বিতার্কিক: মিরাজ বিশ্বাস।
সমাপনী অনুষ্ঠান ও অতিথিদের উপস্থিতি
পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব, শিক্ষাবিদ এবং বিতর্কপ্রেমীরা। এই অনুষ্ঠানে তাঁদের উপস্থিতি উৎসবকে আরও মহিমান্বিত করে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ:
ইন্জিনিয়ার আমিনুর রহমান (সেক্রেটারি, আইইবি)।
মোহাম্মদ আবদুল মোতালেব (প্রক্টর, ইউএসটিসি)।
প্রফেসর ডা. নুরুল আবসার (ট্রেজারার, ইউএসটিসি)।
ডা. হেদায়েত উল্লাহ (এসোসিয়েট প্রফেসর এবং ডিন, ফেস্ট, ইউএসটিসি)।
এছাড়াও PUSAB-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল জাকারিয়া মাহফুজ (প্রতিষ্ঠাতা), ফাহমিদুর রহমান অমি (স্থায়ী সদস্য) এবং মাশরুর আনোয়ার (পুসাব চট্টগ্রাম জোনের এডভাইজর)।
আয়োজকের বক্তব্য ও ভবিষ্যৎ প্রত্যাশা
PUSAB-এর প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল জাকারিয়া মাহফুজ তাঁর বক্তব্যে বলেন, “জুলাই পুনর্জাগরণ শুধুমাত্র একটি বিতর্ক উৎসব নয়, এটি মুক্তবুদ্ধি ও তারুণ্যের প্রতিচ্ছবি। আমরা বিশ্বাস করি, আজকের এই বিতার্কিকরা আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি সফলভাবে উৎসব আয়োজনে যুক্ত সকলকে ধন্যবাদ জানান।
আয়োজকরা আশা প্রকাশ করেন, আগামীতেও PUSAB এমন সৃজনশীল ও জ্ঞানভিত্তিক ইভেন্টের মাধ্যমে তরুণ সমাজকে যুক্তির পথচলায় অনুপ্রাণিত করে যাবে। এই উৎসবের মাধ্যমে বিতর্কের মাধ্যমে সৃষ্ট ঐক্য আরও মজবুত হবে।