রবিবার, নভেম্বর ৯, ২০২৫
রবিবার, নভেম্বর ৯, ২০২৫

নিবন্ধনের দাবিতে অনশনরত তারেক রহমান জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আমজনতার দলের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, দলের সাধারণ সম্পাদক ও সংগ্রামী তরুণ নেতা তারেক রহমান বর্তমানে আমরণ অন্বেষণ কর্মসূচিতে অংশগ্রহণরত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। এই কঠিন মুহূর্তে আমজনতার দল দেশবাসীর নিকট তাঁর দ্রুত সুস্থতার জন্য আন্তরিক দোয়া ও আশীর্বাদ কামনা করছে।

তারেক রহমান কেবল আমজনতার দলের একজন সংগঠকই নন—তিনি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এক সংগ্রামী ও সাহসী তরুণ নেতার প্রতীক। ২৪এর গণঅভ্যুত্থান, ১৮এর কোটা আন্দোলন, এবং রাষ্ট্রের নানা সংকটময় মুহূর্তে তিনি সর্বদা আন্দোলনসংগ্রামের অগ্রভাগে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অন্যায়, দমনপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে তাঁর নির্ভীক অবস্থান তাঁকে তরুণ প্রজন্মের অনুপ্রেরণার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বর্তমানে তিনি নির্বাচন কমিশনের প্রধান গেটে দলের নিবন্ধন দাবিতে আমরণ অন্বেষণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এই আন্দোলন কোনো ব্যক্তিগত স্বার্থে নয়—বরং একটি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রতিটি রাজনৈতিক দলের নিবন্ধন লাভ করা তাদের বৈধ অধিকার। অথচ, দীর্ঘদিন যাবৎ আমজনতার দলের নিবন্ধন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের অযৌক্তিক নীরবতা ও উদাসীনতা একটি দৃষ্টান্তহীন অবিচার হিসেবে দেখা দিচ্ছে।

আমজনতার দল মনে করে—একজন নিবেদিতপ্রাণ তরুণ নেতা যখন জাতীয় প্রতিষ্ঠানের ন্যায্যতার দাবিতে নিজের জীবন বাজি রেখে অনশন চালিয়ে যাচ্ছেন, তখন তা কেবল তাঁর নয়, সমগ্র জাতির জন্য একটি গভীর লজ্জার বিষয়। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো ও নৈতিকতা আজ প্রশ্নের মুখে। যদি এই আন্দোলনরত নেতার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তবে এর সম্পূর্ণ দায়ভার নির্বাচন কমিশনকেই বহন করতে হবে—এ কথা সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে আমজনতার দল।

আমজনতার দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ এক বিবৃতিতে বলেন, “তারেক রহমান শুধু আমাদের দলের সাধারণ সম্পাদক নন, তিনি একজন চেতনার প্রতীক। তিনি জনগণের ভোটের অধিকার, রাজনৈতিক ন্যায্যতা ও রাষ্ট্রে সমতার দাবিতে জীবন বাজি রেখে লড়ছেন। আজ তাঁর জীবন সংকটে—কিন্তু নির্বাচন কমিশন নির্বিকার। এটি জাতির জন্য এক কলঙ্কজনক উদাহরণ।”

ইতিমধ্যে ১২০ ঘন্টা পেরিয়ে গেছে আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমানের আমরণ অন্বেষণ কর্মসূচি। কিন্তু নির্বাচন কমিশনের এখনো টনক নড়েনি। গণদাবি ও নিবন্ধনের ন্যায্য প্রশ্নে নিরব নির্বাচন কমিশনের এই উদাসীনতা জনমনে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে।

আমজনতার দল নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানাচ্ছে—অবিলম্বে আমজনতার দলের নিবন্ধন সংক্রান্ত প্রক্রিয়া চূড়ান্ত করা হোক এবং অনশনরত সাধারণ সম্পাদক তারেক রহমানের জীবন রক্ষায় যথাযথ চিকিৎসা ও পদক্ষেপ গ্রহণ করা হোক।

পরিশেষে, আমজনতার দল দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সাংবাদিক সমাজ ও তরুণ প্রজন্মকে আহ্বান জানাচ্ছে—এই মানবিক ও ন্যায়সঙ্গত দাবিতে তারেক রহমানের পাশে দাঁড়ান, কারণ এটি কেবল একজন নেতার লড়াই নয়, বরং বাংলাদেশের গণতন্ত্র ও ন্যায়বিচারের লড়াই।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More