শনিবার, নভেম্বর ৮, ২০২৫
শনিবার, নভেম্বর ৮, ২০২৫

ডিসেম্বর প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন তারেক রহমান: ফজলে এলাহী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি বছর ডিসেম্বর প্রথম সপ্তাহে দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।

একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

কার্যালয়বাসা সবই প্রস্তুত হচ্ছে, তবে কবে ফিরবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ার‌ম্যান তারেক রহমান?এ নিয়ে ফজলে এলাহী আকবর জানান, ডিসেম্বর প্রথম সপ্তাহে ১৭ বছর পর দেশে ফিরছেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার এক থেকে দুদিনের মধ্যে ঢাকা আসছেন তিনি।

ভূরাজনৈতিক কারণ ও দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার প্রশ্ন আছে তারেক রহমানের’এমনটা জানিয়ে ফজলে এলাহী আরও বলেন, ‘তার নিরাপত্তায় সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্স আশা করছেন তারা।’

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ প্রবাস জীবন শেষে ঢাকা ফিরে মায়ের বাড়ির পাশেই থাকবেন তারেক রহমান। এজন্য প্রস্তুত হচ্ছে ১৯৬ নম্বর বাড়িটি। গুলশান এভিনিউর এই বাসাটির ভেতরে চলছে সংস্কার কাজ, বাইরে করা হয়েছে নতুন রং। নিরাপত্তায় কাঁটাতারের বেষ্টনি আছে সীমানা প্রাচীরে।

এ ছাড়াও তারেক রহমান দেশে ফিরে যেখানে অফিস করবেন সেই কার্যালয়েও চলছে পুরোদমে সংস্কার প্রস্তুতি। গুলশান ২এর ৮৬ নম্বর রোডে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্য রাজধানী লন্ডনে বসবাস করছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

এসএ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More