শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫
শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫

টানা দ্বিতীয় হারে সিরিজে পিছিয়ে গেল টাইগার যুবারা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব১৯ দলের কাছে ৪৭ রানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব১৯ দল। এই হারের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২১ ব্যবধানে পিছিয়ে গেল বাংলাদেশ। পঞ্চম এবং শেষ ম্যাচে জিতলেও আর সিরিজ জেতা হচ্ছে না টাইগারদের।

রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। আগে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারের খেলা শেষে ২৫৮ রান তুলে অলআউট হয়েছে আফগানিস্তান। দলের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন ফয়সাল শিনোজাদা। ১১৬ বলে ১১২ রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। এছাড়া ১০০ বলে ৭২ রানের ইনিংস খেলেন উজাইরউল্লাহ নিজারাই। এই দুজন বাদে বাকিরা কেউ ২০ রানও করতে পারেননি।

বাংলাদেশের হয়ে ৫১ রান খরচায় ৬ উইকেট শিকার করেন ইকবাল হোসেন ইমন। এছাড়া ২ উইকেট নেন সাদ ইসলাম। ১ উইকেট শিকার করেছেন স্বাধীন ইসলাম।

জবাব দিতে নেমে শুরুটা জঘন্য হয়েছে বাংলাদেশের। মাত্র ৪০ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলে যুবা টাইগাররা। ম্যাচটা যেন সেখানেই হেরে বসে তারা। শুরুর ৫ ব্যাটারের মধ্যে দুই অঙ্ক ছুঁয়েছেন শুধু ৯ বলে ১০ রান করা রিফাত বেগ এবং ৬ বলে ১০ রান করা জাওয়াদ আবরার।

এরপর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লড়াই চালিয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ এবং দেবাশীষ সরকার দেবা। ফিফটি পেয়েছেন দুজনই। ফিফটির পর ৬১ বলে ৫১ রান করে সাজঘরে ফিরেছেন দেবাশীষ। তবে এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন আব্দুল্লাহ।

একদম শেষ ওভারে আউট হওয়া আব্দুল্লাহ খেলেছেন ১৬০ বলে ৯৫ রানের ইনিংস। ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২১১ রান তুলে থামে বাংলাদেশ। ম্যাচটা আফগানরা জিতে নেয় ৪৭ রানে।

আফগানদের হয়ে ৪ উইকেট নেন আবদুল আজিজ খান।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More