বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫

আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশননের গরু পার্টি আয়োজন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজন করেছে বছরের সবচেয়ে বড় আইইউটিইয়ান প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা — “আইইউটিএএ গরু পার্টি ২০২৫”। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সম্প্রতি, ঢাকার আইবিএ অ্যালামনাই ক্লাবে।

দীর্ঘদিন ধরে “গরু পার্টি” আইইউটির এক ঐতিহ্যবাহী আয়োজন হলেও, এটি ছিল প্রথমবারের মতো আইইউটিএএর আনুষ্ঠানিক ব্যানারে প্রাক্তন শিক্ষার্থীদের জন্য আয়োজন। ১৯৯৬ ব্যাচ থেকে শুরু করে সদ্য স্নাতক ব্যাচ ‘২০ পর্যন্ত প্রায় ৪০০ জন প্রাক্তন আইইউটিয়ান এই অনুষ্ঠানে অংশ নেন — যা ছিল এক অনন্য মিলনমেলা, নস্টালজিয়া, হাসি ও বন্ধুত্বে ভরপুর এক সন্ধ্যা।

অনুষ্ঠানের সূচনা হয় আইইউটিএএ সভাপতি মো. আজিমউদ্দিন খানএর স্বাগত বক্তব্যের মাধ্যমে। তিনি তুলে ধরেন গরু পার্টি আয়োজনের পেছনের স্মৃতি বিজড়িত গল্পটি—কীভাবে ২০০৫ সালে ব্যাচ ‘০১ তাদের জুনিয়র ব্যাচ কর্তৃক দেয়া ফেয়ারওয়েলে আবেগপ্রবণ হয়ে জুনিয়র ব্যাচের জন্য গরু পার্টির ব্যবস্থা করে। তারপর, সভাপতি নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে এক মাসের স্বল্প প্রস্তুতিতে এমন সফল আয়োজন সম্ভব হওয়ায় সন্তোষ ও গর্ব প্রকাশ করেন।

সন্ধ্যার আনুষ্ঠানিকতা রঙিন হয়ে ওঠে মেহেদী হাসান আলী (এমপিই’১৯) ও ওয়ালী উল্লাহ রিমান (সিইই’১৯)-এর নৃত্য পরিবেশনায়। এরপর মঞ্চ মাতান মঈন উদ্দিন আহমেদ (রবিন) (এমসিই’০৪) ও তৌসিফ উন নবি গৌরব (এমসিই’০৫) তাঁদের সঙ্গীত পরিবেশনায়। পরে তাঁদের সঙ্গে যোগ দেন তৌসিফুল ইসলাম (সিএসই’১১) ও সাদমান সাকিব সৌমিক (ইইই’১৬)। এক পর্যায়ে মঞ্চে আসেন আরও দুই জনপ্রিয় অ্যালামনাই শিল্পী ফয়সাল জিকো (এমসিই’০৮) ও ফাইয়াজ আলাপ (এমসিই’০৮), যাঁদের প্রাণবন্ত পরিবেশনায় দর্শক উচ্ছ্বসিত হয়ে ওঠে।

পরবর্তী মুহূর্তে দর্শক উপভোগ করে এক অনন্য হাস্যরসাত্মক স্ট্যান্ডআপ কমেডি, পরিবেশন করেন প্রখ্যাত অ্যালামনাই সামি দোহা (ইইই’০১)। তাঁর তীক্ষ্ণ রসবোধ, আইইউটি জীবনের সঙ্গে সম্পর্কিত কৌতুক ও সহজাত উপস্থাপনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে তোলে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় অংশ ছিল ডায়লগ এক্সচেঞ্জ প্রোগ্রাম, যেখানে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা নির্বাহী কমিটির কাছে তাঁদের প্রত্যাশা ও ভবিষ্যৎ কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। এছাড়া বিশেষ শ্রদ্ধা জানানো হয় আইইউটি’০১ ব্যাচকে, যারা গরু পার্টি ঐতিহ্যের সূচনা করেছিল।

রাতের শেষ ভাগে অনুষ্ঠিত হয় রোমাঞ্চকর র‌্যাফেল ড্র, যার পৃষ্ঠপোষক ছিল ইয়ামেজিং। সৌভাগ্যবান বিজয়ীরা পান বিশেষ গিফট হ্যাম্পার, এবং পরিশেষে সকল অ্যালামনাই উপভোগ করেন ঐতিহ্যবাহী গরু পার্টি ডিনার— সীমাহীন গরুর মাংসের ভোজে এক আনন্দঘন সমাপ্তি ঘটে আয়োজনে।

এবারের অনুষ্ঠানটির পৃষ্ঠপোষক ছিলেন: বন্ডস্টেইন (টাইটেল স্পনসর); ইয়ামেজিং ও ব্রিউড হারমোনি কফি রোস্টার্স (সিলভার স্পনসর); দ্য হোয়াইট হাউস লিমিটেড, ইরাম বিডি, এবং গ্লোবাল ইনফরমেটিকস লিমিটেড (ব্রোঞ্জ স্পনসর); ও ড্রিম উইভার (ক্রিয়েটিভ পার্টনার)

গুডি ব্যাগ স্পনসর হিসেবে ছিলেন ড্রিম ওয়েভার, ফ্যাব্রিলাইফ, আলসিহা, দুরন্ত ইন্টারনেট, ড্যাশবোর্ড, এবং ব্রিউড হারমোনি কফি রোস্টার্স।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More