বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫

রাউজানে শ্রমিক দলের ৫ নেতাকর্মীকে গুলি, আশঙ্কাজনক একজন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামে দুর্বৃত্তদের গুলিতে উপজেলা শ্রমিক দল ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৬ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে।

আহতরা হলেনরাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি মোহাম্মদ ইসমাইল, বাগোয়ান ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী ও বাগোয়ান ইউনিয়ন যুবদলের সহসভাপতি রবিউল হোসেন রুবেল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ করে একদল সশস্ত্র দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে গুলি চালায়। এতে আবদুল্লাহ সুমনসহ কয়েকজন গুরুতর আহত হন। তাদের প্রথমে নোয়াপাড়ার পথেরহাট কসমিক হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের মধ্যে একজনের বুকে গুলি লাগায় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা না গেলেও স্থানীয়দের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার বিষয়ে রাউজান–রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি)

মো. বেলায়েত হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান চলছে।

রুনা আনসারী/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More