এক অভূতপূর্ব দৃশ্য অপেক্ষা করছে চাঁদ প্রেমীদের জন্য। বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল পূর্ণচন্দ্র দেখা যাবে আজ। এটি ‘বিভার মুন’ বা ‘বিভার সুপারমুন’ নামে পরিচিত।
বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ থেকে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে ‘বিভার মুন’ সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। তবে, বৃহস্পতিবারও (৬ নভেম্বর) প্রায় পূর্ণ চাঁদের দেখা মিলবে।
নাসা তথ্যমতে, এবার সুপারমুনটি পৃথিবী থেকে মাত্র ৩ লাখ ৫৬ হাজার ৯৮০ কিলোমিটার দূরে থাকবে, যা ২০২৫ সালে চাঁদের সবচেয়ে কাছাকাছি অবস্থান। এ সময় চাঁদকে সাধারণ পূর্ণিমার চাঁদের তুলনায় প্রায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে।
‘বিভার মুন’ নামটির উৎপত্তি উত্তর আমেরিকা ও ইউরোপীয় ঐতিহ্য থেকে। নভেম্বর মাসে সেই অঞ্চলে ‘বিভার‘ নামক এক ধরনের নিশাচর প্রাণী পূর্ণিমার আলো ব্যবহার করে তাদের বাসা ও খাবার মজুত করত। তাই নভেম্বর মাসে পূর্ণিমার চাঁদ নামকরণ করা হয়েছে ‘বিভার মুন’। এ কিছু সংস্কৃতিতে এটি ‘ফ্রস্ট মুন’, ‘ফ্রিজিং মুন’, বা ‘ট্রেডিং মুন’ নামেও পরিচিত।
এই দারুণ দৃশ্য দেখতে কোনো বিশেষ যন্ত্রের প্রয়োজন নেই। খালি চোখেই এর সৌন্দর্য উপভোগ করা সম্ভব। তবে দূরবীন বা বাইনোকুলার থাকলে চন্দ্রপৃষ্ঠের গর্তগুলো আরও স্পষ্টভাবে দেখা যাবে। ছোট টেলিস্কোপ দিয়েও চাঁদের ভূ–প্রকৃতি ভালোভাবে পর্যবেক্ষণ করা যাবে।
উল্লেখ্য, চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে একটি ডিমের মতো উপবৃত্তাকার কক্ষপথে। তাই এটি কখনো পৃথিবীর খুব কাছে আসে, আবার কখনো দূরে সরে যায়। যখন পূর্ণিমা তিথিতে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে, তখন তাকে ‘সুপারমুন‘ বলে।
প্রসঙ্গত, ‘বিভার সুপারমুন’ ২০২৫ সালের দ্বিতীয় সুপারমুন, এর আগে অক্টোবর মাসে দেখা গিয়েছিল ‘হারভেস্ট সুপারমুন’।
এসএ