চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির মনোনয়ন পেয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হুম্মাম কাদের চৌধুরী।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে রাঙ্গুনিয়ায় শহীদ জিয়ার প্রথম সমাধি জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী। এরপর প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করেন।
এসময় হুম্মাম কাদের চৌধুরী বলেন, বিএনপির প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিভাজনের রাজনীতি ভুলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে রাঙ্গুনিয়াকে সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ এলাকায় রূপ দেয়া সম্ভব। এসময় উপজেলার বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
রুনা আনসারী/এজে/দীপ্ত সংবাদ