ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।
এবার বেগম খালেদা জিয়া বগুড়া–৭, ফেনী–১ ও দিনাজপুর–৩ আসনে, তারেক রহমান বগুড়া–৬ আসনে ও ঠাঁকুরগাও–১ মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা–১, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম–১০, সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার–১, মির্জা আব্বাস ঢাকা–৮, ড. আব্দুল মঈন খান নরসিংদী–৩, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা–৩ ও মেজর হাফিজ উদ্দিন আহমদ (অব.) ভোলা–৩, ইশরাক হোসেন ঢাকা–৬, আমান উল্লাহ আমান ঢাকা–১২, সানজিদা ইসলাম তুলি ঢাকা–১৪, এহসানুল হক মিলন চাঁদপুর–১, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর–৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ–সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত রয়েছেন।