বাংলাদেশের শীর্ষ পর্যায়ের নির্বাহীদের পেশাদার নেটওয়ার্ক সিএক্সও গ্লোবাল অ্যালায়েন্স নেতৃত্ব বিকাশ ও টেকসই উন্নয়ন বিষয়ক এক প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করেছে। সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে দুটি গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হয়— ‘সিচুয়েশনাল লিডারশিপ‘ শীর্ষক নেতৃত্ব প্রশিক্ষণ সেশন এবং ‘ইউথ ফর আ সাস্টেইনেবল ফিউচার‘ বিষয়ক প্যানেল আলোচনা।
নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ সেশনটি পরিচালনা করেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত মাস্টার ট্রেইনার মোঃ আশাদুজ্জামান। তিনি বিভিন্ন কর্মপরিস্থিতিতে নেতৃত্বের ভূমিকা, দলের দক্ষতা মূল্যায়ন এবং দায়িত্ব বণ্টনের কার্যকর কৌশল নিয়ে আলোচনা করেন।
‘ইউথ ফর আ সাস্টেইনেবল ফিউচার‘ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন ইঞ্জিনিয়ার এ. এফ. এম. ফাহমিদুর রহমান ওনি (সভাপতি, জেসিআই ঢাকা ইউনাইটেড ও পরিচালক, এফএসএস এনার্জি লিমিটেড), ইঞ্জিনিয়ার শাহিদুর রহমান (কান্ট্রি ম্যানেজার, জিনকো সোলার) এবং ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন সাদি (ডেপুটি কান্ট্রি ডিরেক্টর, ভেনেক্লাসেন অ্যাসোসিয়েটস)।
প্যানেল আলোচনায় বক্তারা তরুণ নেতৃত্বের বিকাশ, উদ্ভাবনী চিন্তাধারা এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে কর্পোরেট প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে আয়োজন করা হয় এক মনোমুগ্ধকর সীফুড বারবিকিউ নেটওয়ার্কিং ডিনার, যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিল্পখাতের শীর্ষ ব্যক্তিত্ব, অ্যালায়েন্স সদস্য ও বিশেষ অতিথিরা।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সিএক্সও গ্লোবাল অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের কর্পোরেট পরিমণ্ডলে নেতৃত্ব বিকাশ ও টেকসই উন্নয়নে সিএক্সও গ্লোবাল অ্যালায়েন্স অব্যাহতভাবে কাজ করে যাবে।‘