নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে তাদেরই চাচাতো ভাইয়েরা। এ ঘটনায় নিহতদের এক ভাইয়ের স্ত্রী আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন– ওই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ফোরা মিয়া (৪০) ও তার ছোট ভাই শাকিল মিয়া (২০)। আহত ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম বর্তমানে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানায়, প্রায় ২০ বছর আগে নিহতদের বাবা আবু তাহের তার ভাই আব্দুল আউয়ালের কাছ থেকে ১৭শ টাকা ধার নেন। সেই টাকা ফেরত না দেয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি কয়েকটি সালিশ বৈঠকে স্থানীয় বিচারকরা আবু তাহেরের পক্ষেই রায় দেন।
শনিবার (১ নভেম্বর) দুপুরে আব্দুল আউয়ালের ছেলে শিপন মিয়া ও রিপন মিয়া জমি দখল করতে গেলে ফোরা মিয়া ও তার ভাই বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ঘটনাস্থলেই ফোরা মিয়া ও শাকিল গুরুতর আহত হন এবং হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদা গুলশানারা কবির জানান, হাসপাতালে আনার আগেই দুই ভাই মারা গিয়েছিলেন। আহত মনিরা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।