হুইল চেয়ারে চেপে আদালত প্রাঙ্গণে স্বামী রকিব সরকারকে নিয়ে হাজির চিত্র নায়িকা মাহিয়া মাহি। সোমবার (২০ মার্চ) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৪ এর আদালতে জামিন আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে ডিজিটাল নিরাপত্তা ও মারপিটের মামলায় মাহির স্বামীর জামিন মঞ্জুর করেন বিচারক নেয়াজ মাখদুম।
এর আগে রবিবার (১৯ মার্চ) সকাল ৯টা ৩৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রকিব সরকার।
শনিবার (১৮ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে মাহিয়া মাহি সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে আসেন। পরে বেলা ১২টার দিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদস্যরা বিমানবন্দর এলাকা থেকে মাহিকে গ্রেফতার করেন। পরে তাকে গাজীপুরের বাসন থানা নেয়া হয়। সেখান থেকে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠান।
কারাগারে যাওয়ার সাড়ে ৩ ঘণ্টা পরেই জামিন পান নায়িকা। বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন জামিন আদেশ দেন।
প্রেগনেন্সি ও সেলিব্রেটি বিবেচনায় আদালত এ আদেশ দেন বলে জানান মাহির আইনজীবী আনোয়ার শাহাদাত সরকার।
এমি/দীপ্ত