পটুয়াখালীতে সদর উপজেলায় গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে মোশারেফ খান (৪০) নামের এক অটোচালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জৈনকাঠী ইউনিয়নের উত্তর সেহকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মোশারেফ ওই এলাকার হানিফ খানের ছেলে।
মৃতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে মোশারেফ, তার স্ত্রী শাহনাজ বেগম ও মেয়ে মালা তাদের বসতঘরে ঘুমিয়ে ছিলো। রাত আড়াইটার দিকে চার থেকে পাঁচজনের একদল দুর্বৃত্ত ঘরের সামনের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের ভেতর থেকে পোশাক ও অন্যান্য সামগ্রী নিয়ে যাওয়ার চেষ্টা করলে মোশারেফ বিষয়টি টের পায় এবং তাদের বাঁধা দেয়। এতে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে তার বুকের বাশ পাশে ও বাম পায়ের হাটুর নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত পূর্বক গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের ফেলে রাখা জুতা ও শার্ট উদ্ধার করেছে পুলিশ।